অধর্মও ব্রহ্মারই পুত্র, তার পত্নীর নাম মিথ্যা। তাদের "দম্ভ" নামে পুত্র "মায়া" নামে কন্যা ছিল। দম্ভ ও মায়া থেকে "লোভ" ও "শঠতা"র জন্ম। এদের থেকে "ক্রোধ" ও "হিংসা"র জন্ম। ক্রোধ ও হিংসা থেকে "কলহ" ও "দুরুক্তি"র জন্ম। এদের থেকে "ভয়" ও "মৃত্যু"র জন্ম। এদের দুজনের মিলনে "যাতনা" ও "নরক" নামক সন্তানের জন্ম হয়।
এই অধর্মের বংশ সম্বন্ধে অবহিত হলে এটি পরিত্যক্ত হয়ে পুন্য সম্পাদনের হেতু হয়। এই বর্ননা ৩ বার শুনলে মনের পাপ দূরীভূত হয়।
সংগ্রহিত: শ্রীমদ্ভাগবত ৪:৮:১~৫
No comments:
Post a Comment
মতামত দিন অাপনার প্রভুকে স্মরন করে